বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২

রিসাইকেল বিনের অপশন যুক্ত করুন মাউজের রাইট বাটনেই


(শুধুমাত্র এক্সপির জন্য প্রযোজ্য)

সাধারনত কম্পিউটারের ডিলিট করা ফাইলগুলো রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। রিসাইকেল বিন ডেস্কটপে অবস্থিত বলে তা খালি করার জন্য ডেস্কটপে আসতে হয় নতুবা ডিলিট করা ফাইলের ডিরেক্টরির সাইজ পূর্বের মতই শো করে।


রিসাইকেল বিন খালি করার জন্য বারবার ডেস্কটপে না এসে যদি যেকোনো স্থান থেকেই তা খালি করা যায় তাহলে কেমন লাগবে বলুন তো? ভাল লাগবে নিশ্চয়ই!

হ্যা। মাত্র ৬৩৭ বাইটের একটি ফাইল দিয়েই মাউজের রাইট ক্লিকে যুক্ত করে দিতে পারেন Empty recycle bin অপশনটি। ডেমো দেখুন নিচের ছবিতে।


  • ছোট্ট এই ফাইলটি প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।
  • এবার ওখানে ডাবল ক্লিক করুন।
  • কোন মেসেজ আসলে Yes করুন। 
ব্যস। হয়ে গেল।

ট্রিকসটি ভাল লাগলে লাইক মাস্ট।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments