১) আপনার সেন্সিটিভ ডাটাগুলোকে কন্ট্রোল প্যানেলে পরিবর্তন করার মাধ্যমে অন্যের সন্দেহের অবসান ঘটাতে পারবেন।
২) খুব সহজে ইউজ করতে পারবেন।
৩) সফটওয়্যারটি ফ্রিওয়্যার। তাই রেজিস্ট্রেশন করতে হবেনা।
৪) সাইজ খুব ছোট (৮৫ কেবি) এবং পিসি থেকে খুব কম মেমরি ইউজ করে।
৫) সর্বোপরি আপনার প্রাইভেট ডাটাগুলোকে অন্যের কাছ থেকে রাখতে পারবেন সম্পূর্ণ নিরাপদে।
সফটওয়্যারটির নাম Fake Folder. ইউজারের প্রাইভেট ডাটাকে ফেইক করে দিতে জুড়ি নেই এর।
এটি করলে ফেইক ফোল্ডার এর একটি শর্টকাট আইকন ডেস্কটপে চলে আসবে। ডেস্কটপের শর্টকাট আইকনে ডাবল ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে কীবোর্ড থেকে Enter প্রেস করুন।
কাঙ্ক্ষিত ফোল্ডারটি দেখিয়ে দিয়ে Protect এ ক্লিক করুন।
দেখুন আপনার প্রটেক্ট করা ফোল্ডারের অবস্থাটা।
কোন ফোল্ডার আনপ্রটেক্ট করতে চাইলে একই নিয়মে Unprotect এ ক্লিক করুন।
এই ফোল্ডারটিকেই কিছুক্ষন আগে প্রটেক্ট করা হয়েছিল।