হ্যা। মন্দ হয় না।
তেমনি একটি ছোট প্রোগ্রাম Funny Typing যা আপনার প্রতিদিনের মাউজ ও কিবোর্ডের ক্লিকগুলোকে করবে ছন্দময়।
Funny Typing কি?
এটি একটি অত্যন্ত কিউট, ছোট ও ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রাম যা আপনার প্রতিদিনের টাইপিং কে করবে আরও সুরময়। ১২ ধরনের সাউন্ড দিয়ে তৈরি এই সফটওয়্যারটি পিসিতে ইন্সটল থাকলে আপনি যতবারই মাউজ ও কিবোর্ডের কিগুলো প্রেস করবেন ততবারই এটি তার নিজস্ব সাউন্ড দিয়ে আপনার টাইপিংকে করবে আকর্ষণীয় ও ছন্দময়।
Funny Typing এর কিছু ফিচারঃ
- এটি ব্যবহারে আপনার টাইপিং কখনো বোরিং ফিল হবেনা।
- ১৮ ধরনের কি এর জন্য এর রয়েছে প্রায় ১৪০ ধরনের কুল সাউন্ড।
- আপনি চাইলে আপনার কিবোর্ডের টাইপিং এর এনিমেশন হিসেবেও এটিকে ব্যবহার করতে পারবেন।
- Sound scheme কে আপনার মনের মত করে freely এডিট করে নিতে পারবেন।
- অটোপ্লে সাপোর্ট করে এবং Wave ফাইলগুলোর প্রিভিউ।
- মাল্টি ভার্চুয়াল ক্লিপবোর্ড, দ্রুত শাটডাউন, ভলিউম কন্ট্রোল, এবং দ্রুত রিস্টার্ট টুলস।
- খুবই ইউজার ফ্রেন্ডলি।
- ট্রায়াল ভার্শন হিসেবেঃ ১৪ দিনের জন্য।
- ফুল ভার্শন হিসেবেঃ মুল ফাইলটি ইন্সটল করার পর ক্র্যাক ফাইলটি C:\Program files\Funny typing ফোল্ডার এ পেস্ট করে দিতে হবে। (আপনার অ্যান্টিভাইরাস ক্র্যাক ফাইলটিকে ভাইরাস হিসেবে চিহ্নিত করতে পারে, তাই ডাউনলোড ও ইন্সটল এর সময় আপনার অ্যান্টিভাইরাস অফ রাখুন।