শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

ফান ফটো তৈরির কতগুলো সাইট লাগবে?


আমরা অনেকেই ছবি নিয়ে মজা করতে পছন্দ করি। অনলাইনে অনেক সাইট আছে যেগুলো ফান ফটো তৈরি করার জন্য ব্যবহৃত হয়। অনেক সাইটের সাথে অনেকেই হয়ত পূর্বপরিচিত। তবে আমি আজ ফান ফটো তৈরি করার যতগুলো সাইট দেব, তার সবগুলোর সাথে আপনি পরিচিত নাও থাকতে পারেন।


সাইটগুলো অনেক বেশি আকর্ষণীয় ও মজাদার। অসংখ্য ইফেক্ট পাবেন ফান ফটো তৈরি করার জন্য। শুধু তাই নয়, সাইটগুলোর সাহায্যে এনিমেশন ও কার্ডও তৈরি করতে পারবেন নিমিশেই। সাইটগুলোর ব্যবহারও অনেক সহজ, সাইটে গিয়ে শুধু ছবি আপলোড করুন আর মজা দেখুন। চলুন তাহলে শুরু করা যাকঃ


ভাল লাগলে লাইক ও শেয়ারের মাধ্যমে ভাললাগা প্রকাশ করবেন আশা করি।
ভাল থাকবেন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ফান ফটো তৈরির কতগুলো সাইট লাগবে? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top