অথবা ধরুন, পরিচিত কোন বন্ধু ছদ্মবেশে মেয়ে/ছেলে সেজে ভিনদেশী হয়ে আপনার সাথে প্রেমের অভিনয় করছে। আপনি সেই মেইল থেকে আইপি অ্যাড্রেস (ইন্টারনেট প্রটোকল) পেয়েছেন।
এখন, আপনি চাইলে আপনার আইপি অ্যাড্রেস থেকে উল্লেখিত আইপি অ্যাড্রেসের দূরত্ব বের করতে পারবেন। আপনার আইপি অ্যাড্রেস ও প্রেরকের আইপি অ্যাড্রেসের অবস্থান কোথায়, একটি থেকে অন্যটির দূরত্ব কত এবং এ দূরত্ব অতিক্রম করতে পায়ে হেঁটে, গাড়িতে বা বিমানে কত সময় লাগবে সবকিছু বের করতে পারবেন এন নিমিষেই।
কিভাবে?
হ্যা বলছি।
তার আগে চলুন দেখে নিই কিভাবে মেইল অ্যাড্রেস থেকে আইপি ঠিকানা বের করবেন?
- প্রথমে আপনার মেইলে প্রবেশ করুন (ইয়াহু মেইল হলে ভাল হয়, অন্যগুলো ট্রাই করিনি)।
- এবার আপনার ইনবক্সের যে মেইলের আইপি অ্যাড্রেস বের করতে চান তার উপর রাইট ক্লিক করে View full header এ ক্লিক করুন নিচের ছবির মত।
- এবার ওখান থেকে "Received" লাইনটা খুজে বের করুন। ওখানেই মেইলটির আইপি অ্যাড্রেস দেয়া আছে। আরও বিস্তারিত দেখুন এখানে।
- প্রথমে এই ঠিকানায় যান।
- লক্ষ্য করুন নিচে বাঁপাশে IP Address or Host No.1 এ আপনার আইপি এড্রেস দেওয়া আছে।
- IP Address or Host No.2 তে উক্ত আইপি অ্যাড্রেস টি বসান।
- এবার, Show distance বাটনে ক্লিক করুন।