কেএম প্লেয়ার সম্পর্কে নতুন কিছু বলার নেই, কম্পিউটার ব্যবহারকারী হিসেবে আমরা প্রায় প্রত্যেকেই এটি সম্পর্কে কমবেশি জানি। কেএম প্লেয়ার এর পূর্ববর্তী ভার্শনগুলোতে ভিডিও চালানোয় কিছুটা প্রবলেম থাকলেও এর পরবর্তী ইউজারের ব্যবহারবান্ধব করা হয়েছে যা প্লেয়ারটিকে জনপ্রিয়তার শীর্ষে এনে দিয়েছে।
কিছুদিন আগে কেএম প্লেয়ারের নতুন একটি ভার্শন KM Player Plus (3.3) রিলিজ হয়েছে যেখানে যুক্ত হয়েছে এক্সট্রা কিছু অসাম ফিচার। কেএম প্লেয়ার প্লাস এ যেসকল ফিচার নতুন যুক্ত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলঃ
সাধারনত, IE অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার এ ফ্ল্যাশ প্লেয়ার ঠিকমতো ইন্সটল না থাকলে এই এরর মেসেজ আসে। নিচের লিঙ্ক থেকে Flash Player for IE ডাউনলোড করে নিয়ে কম্পিউটারে ইন্সটল দিলেই এই এরর মেসেজ থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাল্লাহ।
কিছুদিন আগে কেএম প্লেয়ারের নতুন একটি ভার্শন KM Player Plus (3.3) রিলিজ হয়েছে যেখানে যুক্ত হয়েছে এক্সট্রা কিছু অসাম ফিচার। কেএম প্লেয়ার প্লাস এ যেসকল ফিচার নতুন যুক্ত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলঃ
- 3D ও Bluray ভিডিও সাপোর্ট করে।
- ওয়েব সার্চ বার বিল্ট-ইন।
- লেটেস্ট ও মোস্ট পাওয়ারফুল ভার্শন।
- ASF ফাইল এরর সমস্যাকে ফিক্স করা হয়েছে।
- AVI ফাইল এর URL Play সমস্যাকে ফিক্স করা হয়েছে।
- প্লেব্যাক এর ক্ষেত্রে ফাইল নেম ডিসপ্লে এরর ফিক্সড।
- কুল, ক্লিয়ার, অসাম এন্ড নিউ লুক।
আরও বিস্তারিতঃ এখানে ক্লিক করুন।
KM Player Plus এর Member not Found প্রবলেমঃ
অনেক ক্ষেত্রে (বিশেষ করে উইন্ডোজ এক্সপিতে) নতুন ভার্শনের (৩.৩) কেএম প্লেয়ার এ ভিডিও চালানোর পর Member not Found নামে বিরক্তিকর একটি এরর মেসেজ আসে যা কখনো কখনো কম্পিউটারকে হ্যাং পর্যন্ত করে ছাড়ে।
সাধারনত, IE অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার এ ফ্ল্যাশ প্লেয়ার ঠিকমতো ইন্সটল না থাকলে এই এরর মেসেজ আসে। নিচের লিঙ্ক থেকে Flash Player for IE ডাউনলোড করে নিয়ে কম্পিউটারে ইন্সটল দিলেই এই এরর মেসেজ থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাল্লাহ।
ডাউনলোড (15MB)
পোস্টটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করুন।
======= ধন্যবাদ =======
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন