কিছুদিন আগে কেএম প্লেয়ারের নতুন একটি ভার্শন KM Player Plus (3.3) রিলিজ হয়েছে যেখানে যুক্ত হয়েছে এক্সট্রা কিছু অসাম ফিচার। কেএম প্লেয়ার প্লাস এ যেসকল ফিচার নতুন যুক্ত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলঃ
- 3D ও Bluray ভিডিও সাপোর্ট করে।
- ওয়েব সার্চ বার বিল্ট-ইন।
- লেটেস্ট ও মোস্ট পাওয়ারফুল ভার্শন।
- ASF ফাইল এরর সমস্যাকে ফিক্স করা হয়েছে।
- AVI ফাইল এর URL Play সমস্যাকে ফিক্স করা হয়েছে।
- প্লেব্যাক এর ক্ষেত্রে ফাইল নেম ডিসপ্লে এরর ফিক্সড।
- কুল, ক্লিয়ার, অসাম এন্ড নিউ লুক।
সাধারনত, IE অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার এ ফ্ল্যাশ প্লেয়ার ঠিকমতো ইন্সটল না থাকলে এই এরর মেসেজ আসে। নিচের লিঙ্ক থেকে Flash Player for IE ডাউনলোড করে নিয়ে কম্পিউটারে ইন্সটল দিলেই এই এরর মেসেজ থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাল্লাহ।