ইসলামিক অনুভুতিতে আঘাত এর সাম্প্রতিক আলোচিত ইস্যুতে বিভিন্ন দেশে ব্যান হয়ে গেছে ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবা। বাংলাদেশ ইউটিউব বন্ধ হওয়ার পরিনতি কিছুটা হলেও প্রভাব ফেলেছে গুগলের ব্লগার ব্লগ ও সার্চ ইঞ্জিনের উপর।
ফলে প্রায় সময়ই ব্লগার ব্লগ ও গুগল সার্চ ব্যবহারে সমস্যায় পড়তে হচ্ছে অনলাইন ব্যবহারকারীদের।
সমাধানঃ
ব্যানড হওয়া ওয়েবসাইটগুলো ভিজিটের আদর্শ ও সহজ উপায় হতে পারে Ultrasurf নামক প্রক্সি প্রোগ্রামটি। এটি ছোট, ব্যবহারবান্ধব ও ইন্সটল এর ঝামেলাবিহীন।
প্রথমে নিচের লিঙ্ক থেকে মাত্র ১.৫ মেগাবাইটের জিপ ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করুন।
এবার, ফোল্ডারের u1204.exe ফাইলে ডাবল ক্লিক করে নিচের দেখানো স্থানে রাইট ক্লিক করে Options থেকে Do not use IE মার্ক করে OK করে বেড়িয়ে আসুন। ব্যাস, কাজ শেষ।
এখন থেকে ব্যানড হওয়া ওয়েবসাইটে ভিজিট করার আগে জাস্ট শুধু u1204.exe ফাইলে ডাবল ক্লিক করে মিনিমাইজ করে রেখে দিন আর দেখুন মজা!
আরও বিস্তারিতঃ আলট্রাসার্ফ এর ওয়েবসাইট
পোস্টটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করুন। কীপ ভিজিটিং বিকন ব্লগ।
ধন্যবাদ
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন