বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

মাদারবোর্ডের ড্রাইভার ডিস্ক হারিয়ে ফেলেছেন?


সাধারনত কম্পিউটার কেনার সময় কম্পিউটারের সঙ্গে মাদারবোর্ডের একটি ড্রাইভার সফটওয়্যার সিডি বা ডিভিডিতে ভরে দেওয়া হয়। অপারেটিং সিস্টেম ইন্সটল করার পর মাদারবোর্ডের ডিস্কটি ইন্সটল দিতে হয়। তাহলে সাউন্ড, গ্রাফিক্স ইত্যাদি আসে। কিন্তু মাদারবোর্ডের ড্রাইভার ডিস্কটি যদি হারিয়ে যায়?


অনেক ক্ষেত্রে দেখা যায়, একই কোম্পানির অন্য কোন ডিস্ক থেকে সাউন্ড, গ্রাফিক্স ইত্যাদি আলাদাভাবে ইন্সটল দিলে কখনো কখনো কাজ হয়। কিন্তু ওভাবে আর কতদিন? অপারেটিং সিস্টেম তো আর বলে-কয়ে মিসিং হয়ে যায়না!

ড্রাইভার সিডি হারিয়ে ফেললে তা নতুন করে পাওয়া সম্ভব ডাউনলোড এর মাধ্যমে। কিন্তু সেটাও কি এত সহজ?

হ্যা সহজ। নিচের কাজগুলো করলে সহজেই নতুন একটি ড্রাইভার সিডি পেতে পারেন।

  • Start মেনু থেকে Run এ যান।
  • WMIC লিখে এন্টার দিন। প্রথমবারের মত অপশনটি ইন্সটল হবে।
  • ইন্সটল হয়ে গেলে Command prompt এর উইন্ডো আপনার সামনে দৃশ্যমান হবে wmic:root\cli> লেখা নিয়ে। 
  • baseboard লিখে এন্টার দিন। লক্ষ্য করুন, লেখাটি হবে এরকমঃ "wmic:root\cli>baseboard".
  • দেখুন মাদারবোর্ডের সিডির মডেল নম্বর, সিরিয়াল নম্বর ইত্যাদি শো করছে। উইন্ডোটি ম্যাক্সিমাইজ করলে মাদারবোর্ডের সব আরও তথ্য সুন্দরভাবে পেয়ে যাবেন। 
মাদারবোর্ডের সব তথ্য পেয়ে গেলে আপনাকে আর পায় কে?
এবার নিচের ঠিকানাগুলোর কোন একটি থেকে থেকে ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় ড্রাইভারটি। 
পোস্টটি আপনার উপকারে আসলে লাইক ও কমেন্ট করবেন।
ধন্যবাদ। 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: মাদারবোর্ডের ড্রাইভার ডিস্ক হারিয়ে ফেলেছেন? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top