সামনে ঈদ।
রোম্যান্টিক ও মজার মজার এসএমএস চালাচালির জন্য ঈদের রয়েছে আলাদা বিশেষত্ব। এই এসএমএস চালাচালি করতে গিয়ে বেশিরভাগ সময়ই আমাদের পড়তে হয় বিপাকে; মোবাইল হ্যাং, চার্জ শুন্য ইত্যাদি আরও কত কি!
Downloads:
কেমন হয় যদি পিসি থেকে মোডেমের সাহায্যে এসএমএস চালাচালির এই গুরুদায়িত্বটি পালন করা যায়? নিশ্চয় মন্দ হয়না?
হ্যা। মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোন সোর্চ থেকে মনের মত করে এডিট করা কোন মেসেজ সরাসরি মোডেমের নির্দিষ্ট স্থানে পেস্ট করে মুহূর্তেই সেন্ড করা যাবে প্রাপকের মোবাইলে। আর এক্ষেত্রে মোবাইলে একটা একটা করে অক্ষর টাইপ করে মেসেজ লিখার বিরক্তিকর কাজ থেকেও মুক্তি পাওয়া যাবে সহজেই।
ঈদ উৎসবের এর প্রায় অর্ধশত বাছাই করা এসএমএস এর একটি বিউটিফুল কালেকশন আমি মাইক্রোসফট ওয়ার্ড এ সেইভ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
Downloads:
এখন আসুন দেখি, কিভাবে পিসির মোডেম থেকে মোবাইলে এসএমএস সেন্ড করা যায় (আমি গ্রামীণফোন মোডেমে ট্রাই করেছি) ঃ
১) প্রথমে যে সিম থেকে এসএমএস পাঠাতে চান সেটি মোডেমে প্রবেশ করান।
২) এবার যেখান থেকে এসএমএস কপি করতে চান (ওয়ার্ড, নোটপ্যাড ইত্যাদি) সেটি রেডি করুন।
৩) মোডেমের Text Message(1) অপশনে গিয়ে New Message(2) এ ক্লিক করুন। (ভিন্ন ভিন্ন মডেলের মোডেমে অপশনগুলো ভিন্ন ভিন্ন স্থানে থাকতে পারে)
৪) Send to এর যায়গায় প্রাপকের মোবাইল নম্বর দিন। আর ফাকা স্থানে(3) কপি করা পছন্দমত এসএমএস পেস্ট করে নিচের Send(4) বাটনে ক্লিক করুন।
৫) সিমের সবকিছু ঠিক থাকলে মুহূর্তের মধ্যেই প্রাপকের ইনবক্সে পৌঁছে যাবে আপনার সেন্ড করা এসএমএস।
ট্রিকসটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।
========= ঈদ মোবারক =========