বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১

ফায়ারফক্সের কিছু এক্সক্লুসিভ অ্যাড-অন্স


ওপেন সোর্স ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্সের আছে আকাশচুম্বী জনপ্রিয়তা। তাই এটি দখল করে নিয়েছে ব্রাউজার বিশ্বের প্রথম স্থান। হাজারো অ্যাডঅন্স ফ্রিতে পাওয়া যায় বলে এই ব্রাউজারটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।


তেমনি কয়েকটি এক্সক্লুসিভ অ্যাড-অন্স দেখুন আজ। প্রতিটি অ্যাডঅন্স ইন্সটল করার নিয়ম হচ্ছে ইন্সটল লিঙ্ক এ গিয়ে Add to firefox> Restart firefox. চলুন তাহলে আলোচনায় প্রবেশ করিঃ

১) Moz Backup:
ফায়ারফক্স আপডেট করলে বা রি-ইনস্টল করলে অনেক সময় বুকমার্ক মুছে যায়। সে ক্ষেত্রে নতুন করে আবার সব ওয়েবসাইটের ঠিকানা বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড ও হিস্ট্রিসহ অন্যান্য সেটিংস সেভ করে নিতে হবে ম্যানুয়ালি। তবে এসব ঝামেলা থেকে বাঁচতে আগে থেকে মজিলা ফায়ারফক্সের ব্যাক-আপ নিয়ে রাখতে পারেন। এজন্য আপনাকে ব্যাবহার করতে হবে MozBackup নামের ১ মেগাবাইটের ছোট্ট একটি প্রোগ্রাম।  প্রোগ্রামটির ডাউনলোড লিঙ্ক এখানে

২) Adblock Plus:
এটি দিয়ে বিভিন্ন ওয়েব সাইটের অপ্রয়োজনীয় অ্যাড ব্লক করতে পারবেন খুব সহজেই। যে অ্যাড টি ব্লক করবেন তা সিলেক্ট করে কম্পিউটার এর মাউস এর রাইট বাঁটন চেপে নিচে লক্ষ্য করুন Adblock প্লাস এর দুটি অপশন আছে। ইচ্ছা মত সিলেক্ট করে অ্যাড থেকে মুক্তি পান। এই অ্যাডঅন্সটি পাবেন এখানে


৩) Bengali Dictionary:
বাংলা ওয়েবসাইটের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে বাংলায় ই-মেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং এবং মন্তব্যও। তবে ওয়েবে বাংলা বানান পরীক্ষক না থাকায় আমাদের বেশ বিপাকে পড়তে হয়। ফায়ারফক্সে একটি অ্যাড-অন্স যুক্ত করে বাংলা বানান পরীক্ষা করার সুযোগ রয়েছে। প্রথমে  অ্যাড-অন্সটি ইনস্টল করতে হবে। এবার ওয়েবে বাংলা লেখার সময় মাউসের রাইট বাটন ক্লিক করে Language থেকে Bangla/Bangladesh নির্বাচন করতে হবে। এবার যেকোনো ইনপুট বক্সে বাংলা লিখলে ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন প্রদর্শন করবে। বানানটি সংশোধন করতে শব্দটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করলে মেন্যুতে কিছু সাজেশন দেবে। এই অ্যাডঅন্সটি এখানে




৪) Score Watch:
বেশ কিছু ওয়েবসাইট এখন সরাসরি ক্রিকেট স্কোর দেখার সুবিধা দিয়ে থাকে। তবে আপনি  এসব ওয়েবসাইটে না গিয়ে সরাসরি ব্রাউজার থেকেই ক্রিকেট স্কোর দেখতে পারবেন, এ জন্য ‘স্কোর ওয়াচ’ নামক অ্যাড-অন্সটি ইনস্টল করে নিন। এরপর ফায়ারফক্স রিস্টার্ট করলে স্ট্যাটাস বারের ডান দিকে একটি স্কোর আইকন আসবে। স্কোর ওয়াচ মেন্যু থেকে চলতি সব খেলার স্কোর দেখতে পারবেন। যে খেলাটির স্কোর দেখতে চান, তার ওপর ক্লিক করুন, তাহলে সেই খেলার সম্পূর্ণ স্কোর দেখা যাবে। Performance থেকে Wicket Alert নির্বাচন করলে উইকেট পড়লেও আপনাকে বলে দেবে। স্কোর সোর্স পরিবর্তন করতে পারেন স্কোর ওয়াচ মেন্যুর Source- এর ড্রপডাউন মেন্যু থেকে। কোনো চলতি খেলার সম্পূর্ণ স্কোর দেখতে স্কোর ওয়াচ মেন্যুর ওই খেলার ডানের Full scorecard বাটনে ক্লিক করুন। অ্যাডঅন্সটি পাবেন এখানে



৫) WOT (Know Which Websites to Trust):
আপনি যে ওয়েব টিতে ঢুকছেন তা Trust করার মত কি না তা আপনাকে সতর্ক করে দেবে এই অ্যাড অন্স টি।
লিঙ্কঃ এখানে


৬) Flashblock:
আমরা প্রায়ই বিভিন্ন ফ্ল্যাশ ভিডিও সাইট যেমন you tube ইত্যাদিতে ভিডিও দেখে থাকি। আবার বিভিন্ন ওয়েব এ অ্যানিমেটেড অ্যাডও দেখতে পাই। এগুলো ওয়েবে ঢুকলেই অটো খুলে যায়। এটি ব্যাবহারে আপনার ইচ্ছা অনুসারে ভিডিও বা অ্যানিমেটেড অ্যাড খুলবে। এতে আপনার ওয়েব পেজও তারাতাড়ি লোড হবে। এখানে পাবেন এটি।


৭) Mouseless Browsing:
শুধু কিবোর্ড ব্যবহার করে সম্পূর্ণ ওয়েবসাইট ব্রাউজ করার সুবিধা দেবে এই অ্যাড-অন্সটি। ওয়েবপেইজের বিভিন্ন লিংক, বাটন ইত্যাদির পাশে কিছু ইউনিক নম্বর উল্লেখ করা থাকে। কোনো বাটনে ক্লিক করতে বা কোনো লিংকে যেতে কিবোর্ড দিয়ে ওই নম্বর টাইপ করে এন্টার প্রেস করলেই হবে। অ্যাডঅন্সটির লিঙ্ক এখানে


৮) Flagfox:
এটি দ্বারা আপনি যে ওয়েবসাইটে ঢুকছেন তার IP Addrees ও Server Location সার্চ বক্সের পাশেই দেখতে পাবেন।
এটির লিঙ্ক এখানে

৯) FastestFox (Browse Faster):
এটি ব্যাবহারে আপনার ওয়েব পেজ দ্রুত গতিতে চলবে আর অটোম্যাটিক নেক্সট পেজ লোড হবে।
এটি পাবেন এখানে

১০) FEBE:
এটি ব্যাবহার করে আপনি আপনার ফায়ারফক্স এর সকল ডাটা যেমন; history, Extention, Password, Theme ইত্যাদি ডাটা ব্যাকআপ রাখতে পারবেন। এখানে ক্লিক করুন।


১১) Stylish:
এটি ব্যাবহার করে আপনি আপনার ফায়ারফক্স কে বিভিন্ন ভাবে Stylish করে তুলতে পারবেন। শুধু তাই নয় facebook, google, you tube কেও ভিন্ন রূপে দেখতে পারবেন। অ্যাডঅন্সটি অ্যাড করে এখানে গিয়ে পছন্দ মত Style বেছে নিতে পারবেন।
অ্যাডঅন্সটি পাবেন এখানে

১২) Password Maker:
এই অ্যাড-অন্সটি পাসওয়ার্ড তৈরিতে সাহায্য করে। বিভিন্ন সাইট বা মেইলের জন্য ব্যবহারকারীরা হয়তো নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, যা নিরাপদ নয়। ভালো কিছু পাসওয়ার্ডের ধারণা পাওয়া যাবে এই অ্যাড-অন্সের মাধ্যমে।
এটি পেতে চাইলে আপনাকে এখানে ক্লিক করতে হবে।



১৩) FlashGot:
এটি ব্যাবহার করে আপনি কয়েকটি downloader একসাথে চালাতে পারবেন কোনও ঝামেলা ছাড়াই। আপনার ইচ্ছা মত downloader দিয়ে ডাউনলোড করুন মনের সুখে। পাবেন এখানে

১৪) Image Zoom:
এই অ্যাড-অন্স ইনস্টল করে নিলে ওয়েবপেইজের নির্দিষ্ট একটি ছবি বড় করে দেখা সম্ভব।
পাবেন এখানে

১৫) Tab Scope:
এটি দিয়ে আপনি আপনার ব্রাউজারের ট্যাব গুলো দেখতে পাবেন ক্লিক না করেই। Scope করে অন্য ট্যাবে না গিয়ে কাজও করতে পারবেন। এটি পেতে হলে আপনাকে যেতে হবে এখানে



আজ এ পর্যন্তই। পোস্টটি ভাল লাগলে লাইক ও শেয়ারের মাধ্যমে আপনার ভাললাগা প্রকাশ করুন।
ধন্যবাদ।




লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ফায়ারফক্সের কিছু এক্সক্লুসিভ অ্যাড-অন্স Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top