সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

"এভরিথিং" দিয়ে সার্চ করুন এনিথিং


কি নাম শুনে মনে হয় নড়েচড়ে বসলেন? বুঝতেই পারছেন এভ্রিথিং মানে সবকিছু! হ্যাঁ আসলেই সবকিছু ।


চলুন আরও গভীরে প্রবেশ করা যাক।

বর্তমানে হার্ড ডিস্কের জায়গার পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে সমুদ্রের সাথে তুলনা করা চলে। ৫০০জিবি, ১ টেরা এখন ছেলে খেলায় পরিনত হয়েছে। কম্পিউটারের এই বিশাল পরিমাণ স্পেস যখন ফাইল, মুভিতে আর গানে পরিপূর্ণ তখন কাংখিত ফাইলটি খুজে বের করা খড়ের গাদায় সুই খোজারই নামান্তর। ডিফল্ট সার্চ ইঞ্জিন যেটা থাকে তা দিয়ে ফাইল খোজা আর কচ্ছপ দিয়ে রেস খেলা একই কথা।

তাহলে উপায়?

হ্যা। উপায় একটা আছে। আর তা হলো Search Everything নামের ছোট কিন্তু অসাধারণ একটা সফটওয়্যার ব্যবহার করা।

কি এমন আছে যা অন্য সফটওয়্যারে নেই?
আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এর কার্যকারিতা।


Everything search engine এর সিম্পল কিছু ফিচারঃ
  • ইন্সটল করা ফাইলের সাইজ খুবই ছোট
  • পরিস্কার পরিচ্ছন্ন ইন্টারফেস 
  • কুইক ফাইল ইনডেক্সিং (২০০০০ ফাইল/সেকেন্ড) 
  • কুইক সার্চ ইঞ্জিন
  • পিসি থেকে খুব অল্প পরিমান রিসোর্স ব্যাবহার করে
সব চেয়ে বড় কথা এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার।
বিস্তারিত এখানে দেখুন।

ব্যবহার পদ্ধতিঃ
খুব সিম্পল। এভরিথিং ইন্সটল দিলে আপনার টাস্কবার এ (টাইম এর পাশে)নিম্নের মত একটি আইকন আসবে। ওখানে ডাবল ক্লিক করে শুধু আপনার প্রয়োজনিয় ফাইলের নাম লিখবেন আর নিমিষেই সেই ফাইল চলে আসবে আপনার চোখের সামনে।


আপনি ইচ্ছা করলে সেখান থেকেই ঐ ফাইল ওপেন করতে পারবেন। Tools থেকে আপনার প্রয়োজনমতো কাস্টমাইজ করে নিন। আমি নিজেও সফটওয়্যারটি ব্যবহার করছি কয়েক মাস ধরে।

তাহলে এত কষ্ট করে ফোল্ডার লোকেশন মনে রাখার কি দরকার? Everything search engine আছে না!


ডাউনলোডঃ
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ইন্সটল করার পর কিছুক্ষন সময় দিন ইনডেক্স করার জন্য। তারপর কম্পিউটার আপনার হাতে মুঠোয়!

সবাই ভাল থাকবেন। সুন্দর সুন্দর সব কন্টেন্ট পেতে বিকন ব্লগে নিয়মিত আসুন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    1 মন্তব্য(গুলি):

    Item Reviewed: "এভরিথিং" দিয়ে সার্চ করুন এনিথিং Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top