সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

বুঝে নিন ইন্টারনেটের ভাষাগুলো


ইন্টারনেটে অনেক সময় ওয়েবসাইট দেখতে গেলে বিভিন্ন ধরনের এরর বার্তা পাওয়া যায়।
যেমনঃ 502 bad gateway, 404 not found, 400 bad request ইত্যাদি। আমারা অনেকেই এগুলোর কোনটার মানে কি তা জানিনা।


চলুন তাহলে দেখে নেয়া যাক, এগুলোর কোনটি কি অর্থ বহন করেঃ

502 Bad Gateway:
এটি দিয়ে বোঝানো হয়, নির্দিষ্ট ঐ সার্ভার প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল। Down Stream এ ত্রুটিপূর্ণ সাড়া পেয়েছে।


413 Request Entity Too Large:
ধারণক্ষমতার চেয়ে বেশি পরিমানে অনুরধ সার্ভারে পাঠানো হয়েছে।


204 No Content:
সার্ভারে কোন উপাদান (কন্টেন্ট) পাওয়া যায়নি।

203 Non-Authoritative Information (Since HTTP/1.1):
সার্ভার যে তথ্য দিচ্ছে তা অন্য কোন সুত্র থেকে আসছে।


403 Forbidden:
সার্ভার অনুরোধ গ্রহণ করেনি।



400 Bad Request:
অনুরোধ যথাযথ প্রক্রিয়ায় করা হয়নি।


404 Not Found:
বর্তমানে পাওয়া যাচ্ছেনা, তবে পরে পাওয়া যেতে পারে।


410 Gone:
বর্তমানে পাওয়া যায়নি এবং পরেও পাওয়া যাবে না।


408 Request Timeout:
অনুরোধ করে সার্ভারের সাড়া পাওয়ার সময় অতিক্রান্ত হয়ে গেছে।



আজ এ পর্যন্তই। ভাল থাকবেন সবাই।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    2 মন্তব্য(গুলি):

    Item Reviewed: বুঝে নিন ইন্টারনেটের ভাষাগুলো Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top