আজ আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার দিব যা দিয়ে পছন্দের গানের নির্দিষ্ট অংশ কাটতে তো পারবেনই আবার এক্সট্রা আরও অনেক ফ্যাসিলিটি পাবেন। যেমনঃ
- MP3 ফাইলকে WAV ও WAV ফাইলকে MP3 তে কনভার্ট করতে পারবেন।
- সিডি থেকে MP3 করতে পারবেন।
- সিডি থেকে MP3 এক্সট্র্যাক্ট।
- সবচেয়ে মজার যে কাজটি করতে পারবেন তা হল বড় সাইজের গানগুলোকে ছোট সাইজে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ, আপনার ৬৪ মেগাবাইট মেমরি কার্ডকে (ধরা হল) ৬০ টি গানের ধারণক্ষমতার উপযোগী করে তুলতে পারবেন।
- ডাউনলোড করার পর সফটওয়্যারটি এক্সট্র্যাক্ট করে আপনার পিসিতে ইন্সটল করুন।
- তারপর সফটওয়্যারটি ওপেন করে Open মেনু থেকে আপনার কাঙ্খিত গানটিকে সিলেক্ট করুন।
- পুরো গানটি সফটওয়্যার ক্যাচ করবে। ছবি দেখুনঃ
- ওখান থেকে আপনার পছন্দের অংশটুকু সিলেক্ট করুন মাউজের বাম বাটন স্ক্রল করে। Play ও Stop ক্লিক করে বুঝতে পারবেন গানের কোন অংশটুকু সিলেক্ট হয়েছে।
- পছন্দের অংশ সিলেক্ট হয়ে গেলে এবার আপনার সেভ করার পালা। তার আগে রিংটোনের কোয়ালিটি কেমন করতে চান তা ঠিক করে দিন Option ক্লিক করে।
- Option ক্লিক করলে নিচের ছবির মত কিছু অপশন পাবেন। আপনার পছন্দমত সব ঠিক করে নিন।
- এবার আপনার সেভ করার পালা। যে ফরম্যাটে রিংটোনটি সেভ করতে চান সেখানে ক্লিক করুন। ছবি দেখলেই বুঝবেন।