মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

যেভাবে রিংটোন তৈরি করবেন


আমরা যারা এম্পিথ্রি মোবাইল ব্যবহার করি তাদের নিজের পছন্দমত রিংটোন সিলেক্ট করার একটা আগ্রহ থাকাটা একটি স্বাভাবিক ব্যপার। বিশেষ করে নিজের পছন্দের গানের একটা নির্দিষ্ট অংশ রিংটোন হিসেবে ইউজ করার আগ্রহ স্বভাবতই থেকে যায়। কিন্তু সঠিক টুলের অভাবে প্রায়ই কাজটি অসম্পূর্ণ থেকে যায়।


আজ আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার দিব যা দিয়ে পছন্দের গানের নির্দিষ্ট অংশ কাটতে তো পারবেনই আবার এক্সট্রা আরও অনেক ফ্যাসিলিটি পাবেন। যেমনঃ
  • MP3 ফাইলকে WAV ও WAV ফাইলকে MP3 তে কনভার্ট করতে পারবেন।
  • সিডি থেকে MP3 করতে পারবেন।
  • সিডি থেকে MP3 এক্সট্র্যাক্ট।
  • সবচেয়ে মজার যে কাজটি করতে পারবেন তা হল বড় সাইজের গানগুলোকে ছোট সাইজে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ, আপনার ৬৪ মেগাবাইট মেমরি কার্ডকে (ধরা হল) ৬০ টি গানের ধারণক্ষমতার উপযোগী করে তুলতে পারবেন। 
সফটওয়্যারটির নাম MP3 to Ringtone Gold. এটি কিনতে গেলে আপনাকে ৩০ ডলার খরচ করতে হবে; বাট ভয় নেই। আমি এটির রেজিস্টার্ড ভার্শন আপনাদের দিব একদম ফ্রিতে।


কিভাবে ব্যবহার করবেনঃ
নিচের স্টেপগুলো ফলো করুন।
  • ডাউনলোড করার পর সফটওয়্যারটি এক্সট্র্যাক্ট করে আপনার পিসিতে ইন্সটল করুন। 
  • তারপর সফটওয়্যারটি ওপেন করে Open মেনু থেকে আপনার কাঙ্খিত গানটিকে সিলেক্ট করুন। 


  • পুরো গানটি সফটওয়্যার ক্যাচ করবে। ছবি দেখুনঃ


  • ওখান থেকে আপনার পছন্দের অংশটুকু সিলেক্ট করুন মাউজের বাম বাটন স্ক্রল করে। Play ও Stop ক্লিক করে বুঝতে পারবেন গানের কোন অংশটুকু সিলেক্ট হয়েছে। 


  • পছন্দের অংশ সিলেক্ট হয়ে গেলে এবার আপনার সেভ করার পালা। তার আগে রিংটোনের কোয়ালিটি কেমন করতে চান তা ঠিক করে দিন Option ক্লিক করে। 


  • Option ক্লিক করলে নিচের ছবির মত কিছু অপশন পাবেন। আপনার পছন্দমত সব ঠিক করে নিন। 


  • এবার আপনার সেভ করার পালা। যে ফরম্যাটে রিংটোনটি সেভ করতে চান সেখানে ক্লিক করুন। ছবি দেখলেই বুঝবেন।


সফটওয়্যারটি দিয়ে অন্যান্য কাজগুলো করতে চাইলে নিচের ছবির মার্ক করা অংশটুকু লক্ষ্য করুন। 


পোস্টটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার সমস্যা কমেন্ট করে জানান। আর বিকন ব্লগের কন্টেন্টগুলো নিয়মিত পেতে চাইলে ব্লগটির ফেসবুক ফ্যানপেজে লাইক দিন।
ধন্যবাদ। 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: যেভাবে রিংটোন তৈরি করবেন Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top