শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

শক্তিশালী করুন এক্সপির পাসওয়ার্ড


কম্পিউটার ব্যবহারকারী হিসেবে উইন্ডোজ এক্সপিই আমাদের বেশি পছন্দ। পারসোনাল ডাটার নিরাপত্তা বলুন আর শখের বশে যাই বলুন না কেন; এক্সপিতে পাসওয়ার্ড ব্যবহার আমাদের একটি সহজাত প্রবৃত্তি। আর সচরাচর এক্সপিতে আমরা যে পাসওয়ার্ড ব্যবহার করি তা হল ইউজার অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড, যা ভাঙতে কদর্য হ্যাকারদের খুব একটা কষ্ট করতে হয়না। অন্যদিকে Bios Password ভাঙাও খুব একটা কঠিন কাজ নয়। অর্থাৎ, এগুলোর কোনটিই আমাদের জন্য নিরাপদ নয়।


সুতরাং আমাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। এজন্য উইন্ডোজ এক্সপি আমাদের দিয়েছে আরও শক্তিশালী নিরাপত্তা পাসওয়ার্ড যা এক্সপির লগ অন স্ক্রিন আসার পূর্বেই সেট করা থাকে। ফলে এটি ভাঙ্গা যে কারো জন্য প্রায় অসম্ভব বলা চলে।

যেভাবে সেট করা যাবে এই পাসওয়ার্ডঃ

  • প্রথমে Start মেনু থেকে Run এ গিয়ে syskey লিখে এন্টার দিন। 
  • নিচের ছবির মত Encryption enabled মার্ক রেখে Update ক্লিক করুন। 

  • এবার আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলা হবে। 

  • Password startup এ দুবার পাসওয়ার্ড দিয়ে Ok করুন। 
ব্যস হয়ে গেল কাজ। এবার আপনি কদর্য পাসওয়ার্ড হ্যাকারদের থেকে অনেকাংশেই নিরাপদ।

পোস্টটি ভাল লাগলে কমেন্ট করবেন প্লিজ। প্রযুক্তি নিজের কাছে ধরে রাখার জিনিস নয়; প্রযুক্তি ছড়িয়ে দিন সবার কাছে। লাইক ও শেয়ার আপনার সে কাজকে সফল করবে, প্রয়োজনে লাইক ও শেয়ার করুন। 

বিকন ব্লগের ব্যতিক্রমী পোস্টগুলো নিয়মিত পেতে চাইলে ব্লগটির ফেসবুক ফ্যানপেজে লাইক দিন।
ধন্যবাদ।


লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: শক্তিশালী করুন এক্সপির পাসওয়ার্ড Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top