বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

ফেসবুকের ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক হয় কেন?


ফেসবুক।
বর্তমান প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের এক অপরিহার্য অংশ। বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ারের এক ইউনিভার্সাল নাম। ফেসবুক ব্যবহারকারী কমবেশি প্রায় সবাই ফ্রেন্ড রিকুয়েস্ট পেতে ও দিতে পছন্দ করি।


কিন্তু অনেক সময় দেখা যায়, অধিক হারে ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করার কারনে ফেসবুক কর্তৃপক্ষ দুই অথবা চারদিনের জন্য ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক করে দেয়। এ ব্যপারটির আসলে কোন সিঙ্গাল কারনে ঘটে না। কিছু স্পেসিফিক কারন এর জন্য দায়ী। আসুন তাহলে দেখে নেই ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক হওয়ার কিছু কারন।

এটি কেন হয়?
আসলে অপরিচিত কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোটা ফেসবুকের অপব্যবহারের মধ্যে পড়ে। ফেসবুকের অপব্যবহার রোধ করতে ফেসবুক কর্তৃপক্ষ এই কাজটি করে থাকে।

ফেসবুক কাজ করে প্রোগ্রামের মাধ্যমে। প্রোগ্রাম আবেগ বোঝেনা, যুক্তি বোঝে। আপনি একজনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে চাচ্ছেন, ফেসবুক কিভাবে বুঝবে তিনি আপনার পরিচিত কিনা? এটি সনাক্ত করতে ফেসবুক কিছু ট্রিক্স অবলম্বন করে থাকে। যেমন, 
  • আপনার কতজন বন্ধু তার সাথে বন্ধুত্বে আবদ্ধ আছেন অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ড কতজন।
  • আপনি ও তিনি একই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অথবা পড়ছেন কিনা।
  • আপনি ও তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন অথবা আছেন কিনা।
  • আপনার ও তার নেটওয়ার্ক এর মধ্যে কততুকু সামঞ্জস্যতা বা মিল আছে।
  • আপনি ও তিনি একই এলাকায় বাস করতেন বা করছেন অথবা আপনার ও তার বাসা একই এলাকায় কিনা।
এসব নানা বিষয় যাচাই করে ফেসবুক সনাক্ত করে আপনি তার পরিচিত কিনা। এছাড়াও অবশ্য আরও কিছু বিষয় আছে। যেমন,
  • আপনি যাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন তাদের কতজন আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহন করেছেন।
  • আপনার বিরুদ্ধে কেউ কোন নেগেটিভ রিপোর্ট করেছেন কিনা।
  • আপনি ফেসবুকে কতটা একটিভ অর্থাৎ আপনার কতজন ফ্রেন্ড আপনার স্ট্যাটাস লাইক, শেয়ার ও কমেন্ট করছেন।
  • আপনাকে আপনার কতজন ফ্রেন্ড তাদের তালিকা থেকে ডিলেট করে দিয়েছেন।
এগুলো যাচাই করে ফেসবুক বুঝতে পারে আপনি ফেসবুকের মিসিউজ করছেন কিনা। অপব্যবহার করলে প্রথম দুই দিন তারপর পাঁচ দিন আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক করে আপনাকে সতর্ক করে দেবে। এরপরও যদি আপনি সতর্ক না হন, তাহলে আপনাকে ১৫ দিন; এরপর ১ মাস; অতপর দুই মাস। 

এত সতর্ক করে দেওয়ার পরও যদি আপনি সতর্ক না হন তাহলে ফেসবুক আপনার অ্যাকাউন্টটি ডিজেবল অথবা ব্লক করে দিবে। তখন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠালে ফেসবুক কর্তৃপক্ষ আবার আপনার অ্যাকাউন্টটি একটিভ করে দেবে। 

কিভাবে নিজেকে নিরাপদ রাখবেনঃ
  • অপরিচিত ইউজারকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো থেকে বিরত থাকুন। 
  • এমন কিছু করবেন না যাতে আপনার বিরুদ্ধে কেউ নেগেটিভ রিপোর্ট করে বসে। যেমন, অকারণে অসামঞ্জস্য ছবিতে কাউকে ট্যাগ করা। এটি খুবই বিশ্রী একটি আচরণ। এটি বর্জন করুন।
  • কিছুদিন পরপর আপনার পেনডিং ফ্রেন্ড রিকুয়েস্টগুলো বের করে ডিলেট করে দিন। কিভাবে পেনডিং ফ্রেন্ড রিকুয়েস্ট বের করা যায় তা এই পোস্টটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্ভব হলে দেখে নিন।
আজ এ পর্যন্তই। পোস্টের মান যাচাই করার ক্ষমতা আপনাদের হাতে। মানসম্মত পোস্টে কষ্ট করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এই ব্লগের কন্টেন্টগুলো নিয়মিত ফেসবুকের মাধ্যমে পেতে চাইলে ব্লগটির ফেসবুক ফ্যানপেজে লাইক দিন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ফেসবুকের ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক হয় কেন? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top