বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

বিরক্তিকর কলারদের শায়েস্তা করুন বিনা পয়সায়


মোবাইল ব্যবহার করেছেন কিন্তু বিরক্তিকর কলারের খপ্পরে পড়েননি এমন ইউজার বাংলাদেশে খুব কমই আছেন। পরিচিত -অপরিচিত নানা বিরক্তিকর নাম্বারের যন্ত্রণায় অতিষ্ট আমরা। এরকম বিরক্তিকর কলারদের হাত থেকে বাচার জন্য বাধ্য হয়ে আমাদের বেছে নিতে হয় অপারেটর প্রদত্ত কল ব্লক সার্ভিস যা একটি নির্দিষ্ট সময় ও নাম্বারের জন্য নির্দিষ্ট পরিমান টাকা খরচ করে ক্রয় করতে হয়।


কিন্তু এতসব ঝামেলার কি এতই প্রয়োজন বলুন?
এমন একটি টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যা দিয়ে বিরক্তিকর কলারদের কেবল ব্লকই করতে পারবেন এমন নয়; শায়েস্তাও করতে পারবেন ইচ্ছামত।

যেভাবে বিরক্তিকর কলারদের ব্লক ও শায়েস্তা করবেনঃ
  • আপনার মোবাইলের Call অপশনে গিয়ে Call divert ওপেন করুন।
  • তারপর Divert when busy/ if busy তে গিয়ে Activate চাপুন।
  • To other number চাপলে নাম্বার চাইবে। অপারেটর অনুসারে নিচের কোডগুলো বসিয়ে ওকে করুন।
  • জিপি ইউজারের জন্যঃ ১২৬৬; রবি ইউজারের জন্যঃ ৮১২১; বাংলালিঙ্ক এর জন্যঃ ৭৭০ এবং এয়ারটেলের জন্যঃ ৭৮৯। 
এখন যে কলারই আপনাকে কল করুক না কেন জাস্ট কলটা কেটে দিন আর দেখুন আপনার শত্রুর ছটফটানি। আপনি ভাবতেই পারবেন না, ইতোমধ্যে আপনার শত্রুর কলটি আপনার মোবাইলে রিসিভড হয়ে গেছে এবং তার ব্যালন্স কাটা শুরু হয়ে গেছে। ভয় নেই, আপনার টাকা কাটবে না।


টেলিটক ও সিটিসেল গ্রাহকরা To other number এর পরিবর্তে To voice mail ওকে করে দেখতে পারেন।

সার্ভিসটি ক্যান্সেল করতে চাইলে একই নিয়মে Divert when busy/ if busy তে গিয়ে Cancel করে দিন।

পোস্টটি ভাল লাগলে কমেন্ট, লাইক ও শেয়ার করুন। এই ব্লগের পোস্টগুলোর আপডেট নিয়মিত পেতে চাইলে ব্লগটির ফেসবুক ফ্যানপেজে লাইক দিন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: বিরক্তিকর কলারদের শায়েস্তা করুন বিনা পয়সায় Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top