তবে ইচ্ছে করলেই মাত্র ৬৩৯ কিলোবাইটের ছোট্ট একটি সফটওয়্যার এর সাহায্যে বাড়িয়ে নিতে পারেন এমপিথ্রি গানের কোয়ালিটি।
সফটওয়্যারটির নাম Mp3 Quality Modifier. এটি ফ্রিওয়্যার ও পোর্টেবল; তাই ইন্সটল ও লাইসেন্স এর ঝামেলা নেই। সফটওয়্যারটি দ্বারা সহজেই গানের বিটরেট, ফ্রিকুয়েন্সি পরিবর্তন করে গানের সাইজ কম বা বেশি করতে পারবেন।
ডাউনলোড করার পর সফটওয়্যারটি চালু করে Add files/Add folder বাটনে ক্লিক করে এমপিথ্রি গানগুলো আনুন। এবার ফাইলগুলোর বামে মার্ক করে নিচের বিটরেট, ফ্রিকুয়েন্সি, ডেসটিনেশন ইত্যাদি পছন্দমত সিলেক্ট করে দিয়ে Start process এ ক্লিক করলে পছন্দের ডেসটিনেশনে গিয়ে নতুন এমপিথ্রি গানগুলো সেভ হবে।
![]() |
ছবি বড় করে দেখতে ব্রাউজারের একটি নতুন ট্যাবে ছবিটি খুলুন |
ধন্যবাদ।