বিভিন্ন কারনে আমরা কম্পিউটার রিস্টার্ট করে থাকি। সচরাচর কম্পিউটার রিস্টার্ট করতে আমরা যে পদ্ধতিটি ব্যবহার করে থাকি তা হচ্ছে মাউজের মাধ্যমে Start মেনু থেকে Restart বাটনে ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করা।
কিন্তু, যদি এমন হয় যে, মাউজ পয়েন্টার কাজ করছে না। তখন কি করবেন?
উপায় আছে। এরকম পরিস্থিতিতে নিচের কাজগুলো করে দেখতে পারেনঃ
১) কীবোর্ডের Windows বোতাম চেপে U চাপুন। এরপর R চাপুন। (অর্থাৎ, Windows key+U+R)।
![]() |
Windows Key |
Run অপশন আসবে।
এবার shutdown -r -t 2 হুবহু লিখে এন্টার দিন। এখানে 2 দেওয়ার অর্থ হচ্ছে 2 মিনিটের মধ্যে পিসি রিস্টার্ট নিবে। চাইলে 2 এর পরিবর্তে অন্য কোন সংখ্যাও ব্যবহার করতে পারেন।
ট্রিকসটি ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না।
ধন্যবাদ।