কিছুদিন আগে "নিজেই হয়ে যান জিপির কাস্টমার ম্যানেজার" নামে একটি পোস্ট করেছিলাম। কথা ছিল, পোস্টটি যদি পাঠকদের উপকারে আসে তাহলে আমি বাংলালিঙ্ক নিয়ে লিখব। গতকাল জনপ্রিয় পোস্টের লিস্টে পোস্টটি ১ নম্বর স্থানে এসেছে। তাই আর দেরি করতে পারলাম না, বাংলালিংক নিয়ে বসে গেলাম আজ। যারা গত পোস্টটি মিস করেছেন তারা একনজর দেখে নিতে পারেন এখান থেকে।
যদি প্রশ্ন করেন "কি করা যাবে বাংলালিংকের অনলাইন এই সার্ভিসটির মাধ্যমে?"
তাহলে আমার উত্তর হবে "কি করা যাবেনা বাংলালিংক অনলাইন সার্ভিসটির মাধ্যমে?"
ইন্টারনেটের মাধ্যমে আপনার বাংলালিংক অনলাইন অ্যাকাউন্ট এ লগিন করে আপনি নিজেই আপনার ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো চালু বা বন্ধ করতে পারবেন ইন্টারনেট থেকেই। তাছাড়া ইন্টারনেট সার্ভিস, ব্যালেন্স, মেয়াদ, এফএনএফ নম্বর দেখা ও পরিবর্তন, কল হিস্টোরি ইত্যাদিসহ আরও বহু অপশন পাবেন এই সার্ভিসটিতে। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক।
কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
বাংলালিংকের এই অনলাইন সার্ভিসটি ব্যবহার করতে হলে প্রথমেই আপনার বাংলালিংক সংযোগটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিচের স্টেপগুলো ফলো করুনঃ
যদি প্রশ্ন করেন "কি করা যাবে বাংলালিংকের অনলাইন এই সার্ভিসটির মাধ্যমে?"
তাহলে আমার উত্তর হবে "কি করা যাবেনা বাংলালিংক অনলাইন সার্ভিসটির মাধ্যমে?"
ইন্টারনেটের মাধ্যমে আপনার বাংলালিংক অনলাইন অ্যাকাউন্ট এ লগিন করে আপনি নিজেই আপনার ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো চালু বা বন্ধ করতে পারবেন ইন্টারনেট থেকেই। তাছাড়া ইন্টারনেট সার্ভিস, ব্যালেন্স, মেয়াদ, এফএনএফ নম্বর দেখা ও পরিবর্তন, কল হিস্টোরি ইত্যাদিসহ আরও বহু অপশন পাবেন এই সার্ভিসটিতে। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক।
কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
বাংলালিংকের এই অনলাইন সার্ভিসটি ব্যবহার করতে হলে প্রথমেই আপনার বাংলালিংক সংযোগটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিচের স্টেপগুলো ফলো করুনঃ
- প্রথমে আপনার বাংলালিংক সিম থেকে Reg লিখে এসএমএস পাঠিয়ে দিন 9876 নম্বরে।
- ফিরতি মেসেজে পাসওয়ার্ডসহ বাংলালিংক একটি মেসেজ দিবে।
- এবার এই ঠিকানায় যান।
- মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে Sign in করুন।
- সাইন ইন হয়ে গেলে আপনাকে একটি ফরম দেওয়া হবে। লাল স্টার চিহ্নিত ফিল্ডগুলো পূরণ করে Submit এ ক্লিক করুন।
সবকিছু ঠিক থাকলে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এখন উপরের বার থেকে My connection এর Connection info তে ক্লিক করুন।
এখানে আপনার সিমের বর্তমান কন্ডিশন, PIN কোড, PUK কোড, সিম একটিভেশনের তারিখ ইত্যাদি শো করবে। নিচের Value Added Service ও Friends & Family তে ক্লিক করলে আপনি যথাক্রমে আপনার সিমের ভ্যালু অ্যাডেড সার্ভিস ও এফএনএফ নম্বর বিষয়ক সকল সার্ভিস পাবেন। নিচের ছবিগুলো দেখলেই পরিস্কার হয়ে যাবেন।
বাংলালিংক ভ্যালু অ্যাডেড সার্ভিসসমুহ |
আবার, My connection এর Call history তে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইনকামিং ও আউটগোয়িং ২০ টি ভয়েস কলের বিবরন।
কল হিস্টোরি |
একইভাবে My connection এর Recharge history তে ক্লিক করলে দেখতে পারবেন আপনার রিচার্জ হিস্টোরিগুলো।
রিচার্জ হিস্টোরি |
এছাড়াও My connection এর পাশে Service request এ ক্লিক করে নির্দিষ্ট কোন সার্ভিস চেয়ে বাংলালিংকের কাছে আবেদন করতে পারবেন।
বুকে হাত দিয়ে বলতে পারবেন, পোস্টটি পড়ে একটু হলেও নিজেকে কাস্টমার ম্যানেজার মনে হয়নি?
থাক, বুকে হাত দিয়ে বলতে হবেনা। লাইক ও কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন।
============== ধন্যবাদ ==============
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন