সোমবার, ১২ মার্চ, ২০১২

ম্যাজিক্যালি হাইড করে দিন পিসির প্রাইভেট ফোল্ডারগুলিকে


ফোল্ডার হাইড করার জন্য আমরা কত কিছুই না করি। সঠিক টুলের অভাবে বেশিরভাগ সময়ই আমাদের সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। অনেক সময় আবার আমরা ফোল্ডার এর মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখি যা ইউজারের সেন্সিটিভ ডাটাকে অন্যের কাছে আরও সন্দেহপ্রবন করে তোলে। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যার দিব যা দিয়ে আপনিঃ
১) আপনার সেন্সিটিভ ডাটাগুলোকে কন্ট্রোল প্যানেলে পরিবর্তন করার মাধ্যমে অন্যের সন্দেহের অবসান ঘটাতে পারবেন।
২) খুব সহজে ইউজ করতে পারবেন।
৩) সফটওয়্যারটি ফ্রিওয়্যার। তাই রেজিস্ট্রেশন করতে হবেনা।
৪) সাইজ খুব ছোট (৮৫ কেবি) এবং পিসি থেকে খুব কম মেমরি ইউজ করে।
৫) সর্বোপরি আপনার প্রাইভেট ডাটাগুলোকে অন্যের কাছ থেকে রাখতে পারবেন সম্পূর্ণ নিরাপদে।


সফটওয়্যারটির নাম Fake Folder. ইউজারের প্রাইভেট ডাটাকে ফেইক করে দিতে জুড়ি নেই এর।


ডাউনলোড করার পর ফেক ফোল্ডার আপনার পিসিতে ইন্সটল দিলে পাসওয়ার্ড সেট করতে বলবে। মিনিমাম ৫ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে Set password এ ক্লিক করুন।

এবার Start এর All programs থেকে Fake Folder এ রাইট ক্লিক করে Send to>>Desktop (create shortcut) করে দিন।

এটি করলে ফেইক ফোল্ডার এর একটি শর্টকাট আইকন ডেস্কটপে চলে আসবে। ডেস্কটপের শর্টকাট আইকনে ডাবল ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে কীবোর্ড থেকে Enter প্রেস করুন।

কাঙ্ক্ষিত ফোল্ডারটি দেখিয়ে দিয়ে Protect এ ক্লিক করুন।

দেখুন আপনার প্রটেক্ট করা ফোল্ডারের অবস্থাটা।

কোন ফোল্ডার আনপ্রটেক্ট করতে চাইলে একই নিয়মে Unprotect এ ক্লিক করুন।

এই ফোল্ডারটিকেই কিছুক্ষন আগে প্রটেক্ট করা হয়েছিল।

পোস্ট ভাল লাগলে একটু কষ্ট করে লাইক ও কমেন্ট করবেন।
============ ধন্যবাদ ============ 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ম্যাজিক্যালি হাইড করে দিন পিসির প্রাইভেট ফোল্ডারগুলিকে Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top