রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

মোশারফ করিমের ৫টি জনপ্রিয় মিনি সিরিয়াল (ডাউনলোড)

বাংলা নাটকের জগতে মোশারফ করিম এক কিংবদন্তি নাম যিনি তার অসাধারন দক্ষতা ও নিপুন অভিনয়ের মাধ্যমে আসন করে নিয়েছেন বাংলার কোটি ভক্তের অন্তরে এবং সমৃদ্ধ করেছেন বাংলার নাটক শিল্পকে। মোশারফের সব নাটকই আমার কাছে এক্সক্লুসিভ মনে হয়, তবে আজ আমি মোশারফের যে ৫টি মিনিসিরিয়াল এর কথা বলব সেগুলি নিঃসন্দেহে যে কারো ভাল লাগবে বলে আমার বিশ্বাস।


[সবগুলো নাটকই Youtube.com এর সৌজন্যে]

১) জিম্মি
পরিচালনাঃ রেদওয়ান রনি
অভিনয়ঃ মোশারফ করিম, ফারুক আহমেদ, মিশু সাব্বির ও আরও অনেকে।


ডাউনলোড লিংক (আপডেটেড)
জিম্মি


২) হাটা বাবা রিটার্ন 
পরিচালনাঃ হাসান মোরশেদ
অভিনয়ঃ মোশারফ করিম, শোভন, সাজু খাদেম, শামিমা নাজনিন ও আরও অনেকে।


ডাউনলোড লিংক (আপডেটেড)
হাটাবাবা রিটার্ন


৩) মফিজ কট
পরিচালনাঃ মিলন ভট্টাচার্য
অভিনয়ঃ  মোশারফ করিম, ফারুক আহমেদ, এনামুল হক, বিদ্যা সিনহা মিম ও আরও অনেকে।


ডাউনলোড লিংক (আপডেটেড)
মফিজ কট


৪) একদা এক বাঘের গলায় হার ফুটিয়াছিল
পরিচালনাঃ মাসুদ সেজান
অভিনয়ঃ মোশারফ করিম, নিপুন, আ.খ.ম হাসান, শামিমা নাজনিন, আইরিন তানি, তারিক স্বপন ও আরও অনেকে। 


ডাউনলোড লিংক (আপডেটেড)
একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল

৫) বিহাইন্ড দ্যা সিন


পরিচালনাঃ রেদয়ান রনি
অভিনয়ঃ মোশারফ করিম, সুমাইয়া শিমু, ফারুক আহমেদ, মিশু সাব্বির, হাসান মাসুদ, সিদ্দিক ও আরও অনেকে।


ডাউনলোড লিংক (আপডেটেড)
বিহাইন্ড দ্যা ট্র্যাপ

পোস্টটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করুন।
======= ধন্যবাদ ======= 

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুকের যে ১০টি গুরুত্বপূর্ণ টিপস সম্ভবত আপনার জানা নেই (শেষ পর্ব)

ফেসবুকের গুরুত্বপূর্ণ টিপস নিয়ে ৩ পর্বের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম দুই টিউটোরিয়ালে ফেসবুকের ৭টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করা হয়েছে। টিউটোরিয়ালের এ পর্বে আমরা ফেসবুকের আরও ৫টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। প্রথমদ্বিতীয় টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের মতামত কিংবা প্রশ্ন শেয়ার করতে পারেন এখানে গিয়ে।



৮) ডেস্কটপ থেকেই চ্যাট করুন ফেসবুক ফ্রেন্ডদের সাথে
কখনো কি ভেবে দেখেছেন কোন ওয়েবপেজ না খুলেই ডেস্কটপ থেকেই ফেসবুক ফ্রেন্ডদের সাথে চ্যাট করা সম্ভব? অনেকে হয়ত ব্যবহারও করছেন। যারা জানেন না তাদেরকে বলছি, Digsby বা ChitChat এর মত ডেস্কটপ বেইজড এপ্লিকেশনগুলো ব্যবহার করে ব্রাউজারে কোন ওয়েবপেইজ না খুলেই গুগল টক বা ইয়াহু মেসেঞ্জার এর মত করে ফেসবুক ফ্রেন্ডদের সাথে চ্যাট করা যায় সহজেই। আর এগুলোর ব্যবহার খুবই সহজ, চ্যাটিং এ কখনোই বোর ফিল হবেন না।




৯) স্ট্যাটাসের নিচে থাকা Posted via-র টেক্সটকে রিপ্লেস করুন অন্য কোন নামে



আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, মোবাইল দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে স্ট্যাটাসের নিচে Posted via Mobile এর মত একটি অযাচিত লিঙ্ক যুক্ত হয়ে যায়। তবে ইচ্ছে করলে Posted via এর পরের টেক্সটটি (Mobile) অন্য কোন পছন্দমত নামে (যেমন, Blackberry, BMW iDrive, iPhone 5 ইত্যাদি) রিপ্লেস করে দিতে পারেন। এজন্য জাস্ট PostedVia তে গিয়ে Delivery Method সিলেক্ট করে Update Status এ ক্লিক করলেই কেল্লাফতে!


১০) সহজেই জানুন কে বা কারা আপনাকে আনফ্রেন্ড করল 



ফেসবুকে অ্যাড ফ্রেন্ড করলে নোটিফিকেশন আসলেও আনফ্রেন্ড করলে নোটিফিকেশন পাওয়ার কোন সুযোগ নেই। তবে, Social Fixer নামক ফেসবুক এক্সটেনশন ব্রাউজারে ইন্সটল থাকলে আনফ্রেন্ড এর নোটিফিকেশন পাওয়া যাবে মুহূর্তেই। নোটিফিকেশন ছাড়াও এর এক্সট্রা কিছু ফিচার সহজেই আপনার মন কাড়বে; ব্যবহার করেই দেখুন।


বোনাস টিপসঃ
১১) ফায়ারফক্স থেকেই আপডেট করুন ফেসবুক স্ট্যাটাস 
ফেসবুকে ভিজিট না করেও FireStatus নামক ফায়ারফক্সের ছোট্ট একটি অ্যাড-অন ব্যবহার করে ইন্সট্যান্টলি আপডেট করতে পারেন ফেসবুক স্ট্যাটাস।



১২) ফেসবুকে খালি বা ব্ল্যাঙ্ক স্ট্যাটাস যেভাবে দিবেন



ফেসবুকে লিখে লিখে অনেক তো স্ট্যাটাস দিলেন, এবার নাহয় একটি খালি স্ট্যাটাস দিয়ে খানিকটা মজা করা যাক। What's on your mind অংশে Alt চেপে ধরে 0,1,7,3 ডিজিটগুলো একে একে প্রেস করে Post এ ক্লিক করলেই উ-লা-লা...


ফেসবুকের গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বিকন ব্লগের আরও কিছু অবদানঃ 



পোস্ট সম্পর্কে যেকোনো প্রশ্ন ফেসবুক কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। ফেসবুক সম্পর্কিত বিকন ব্লগের টিপসগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন।
========= ধন্যবাদ ========= 

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুকের যে ১০টি গুরুত্বপূর্ণ টিপস সম্ভবত আপনার জানা নেই (পর্ব-২)

৩ পর্বের ধারাবাহিক টিউটোরিয়ালের গত পর্বে ফেসবুকের গুরুত্বপূর্ণ ৩টি টিপস নিয়ে আলোচনা করেছি। আজকে আরও ৪টি গুরুত্বপূর্ণ ফেসবুক টিপস নিয়ে আলোচনা করব।


যারা গত পোস্টটি মিস করেছেন তারা পোস্টটি দেখে নিতে পারেন এখান (পর্ব-১) থেকে। 


৪) ফেসবুক ফ্রেন্ডদের সাথে ভয়েস চ্যাট করুন স্কাইপে দিয়েই
চ্যাটিং এর জন্য ফেসবুক আপনার কাছে বেস্ট নাও হতে পারে, কিন্তু ৯০১ মিলিয়ন অনলাইন ইউজার এর ডাটাবেজ এটি। আবার বেস্ট চ্যাটিং ও আইএম হিসেবে স্কাইপের আছে বিশ্বব্যাপী সুখ্যাতি। কেমন হবে যদি বিশ্বের সর্ববৃহৎ চ্যাটিং ডাটাবেজ ও বেস্ট চ্যাটিং ডাটাবেজ একসাথে ব্যবহার করা যায়? হ্যা, এখন থেকে আপনার ফেসবুক ফ্রেন্ডদের ভিডিও কল ও ভয়েস চ্যাট করতে পারবেন স্কাইপে দিয়েই। আর এজন্য, ফেসবুক ডট কম এ যাওয়ার কোন প্রয়োজন হবেনা।

  • Skype তে সাইন-ইন করে মেনুবারের View থেকে Skype Home এ ক্লিক করুন।
  • নতুন আসা উইন্ডো এর নিচে দেখানো কগ আইকনে ক্লিক করুন।

  • এবার, Connect to facebook এ ক্লিক করুন। যদি এ অপশনটি না পান তাহলে বুঝে নিতে হবে আপনি অলরেডি ফেসবুকে কানেক্ট হয়ে গেছেন। 
  • এখন স্কাইপে এর মেইন মেনু থেকে ফেসবুক আইকনের Contacts এ ক্লিক করলেই অনলাইনে থাকা আপনার ফেসবুক ফ্রেন্ডদের দেখতে পাবেন। কি কুল না? 

  • বিঃ দ্রঃ স্কাইপের এই ফিচারটি Skype 5.5 এবং এর পরবর্তী ভার্সনগুলোর জন্য প্রযোজ্য। স্কাইপের আপডেট ভার্শন ডাউনলোড করতে পারবেন স্কাইপের মুল ওয়েবসাইট থেকেই। 

৫) পোক করা ফ্রেন্ডদের পোক করুন অটোম্যাটিক্যালি
ফেসবুকে পোক নিঃসন্দেহে একটি আসাম ফিচার। 

ফেসবুক ফ্রেন্ডদের পোক ব্যাক করার মত যাদের পর্যাপ্ত সময় নেই তাদের জন্য Facebook Autopoke নামে একটি গ্রিজ মাঙ্কি স্ক্রিপ্ট খুব সহায়ক হবে বলে আমার ধারনা। 


৬) নীল ও উল্টা করে প্রদর্শন করুন আপনার ফেসবুক স্ট্যাটাস
আপনি যদি আপনার স্ট্যাটাসটি নীল রঙে প্রদর্শন করেন তাহলে আপাতদৃষ্টিতে স্ট্যাটাসটিতে একটি লিঙ্ক যুক্ত হয়ে যাবে, যেখানে ক্লিক করলে ক্লিককারী আপনার মেইন ফেসবুক প্রোফাইলে রিডাইরেক্ট হয়ে যাবেন।

আবার আপনি যদি আপনার ফেসবুক স্ট্যাটাস উল্টা করে প্রদর্শন করতে চান তাহলে সেটি দেখতে এরকম হবেঃ
  • ফেসবুকে নীল ও লিঙ্কযুক্ত স্ট্যাটাস দিতে হলে নোটপ্যাডে @[1: ]@@[1:[0:1: Your Text Here]] কোডটি কপি করে "Your Text Here" অংশে আপনার স্ট্যাটাসটি এডিট করে পুরো কোডটুকু ফেসবুকের What's on your mind অংশে পেস্ট করুন। 
  • ফেসবুক স্ট্যাটাস উল্টা করে দিতে হলে এখানে গিয়ে প্রথম বক্সে স্ট্যাটাসটি লিখে নিচের বক্স থেকে উল্টা টেক্সটটি কপি করে ফেসবুকের What's on your mind অংশে পেস্ট করুন।

৭) দেখে নিন অন্যদের কাছে আপনার প্রোফাইলটি কেমন দেখাবে
ফেসবুকে লগিন থাকা অবস্থায় আমরা যেরকমভাবে আমাদের প্রোফাইলকে দেখি অন্যদের কাছে কিন্তু সেরকমভাবে আমাদের প্রোফাইলটি প্রদর্শিত হয় না। অন্যদের কাছে নিজের প্রোফাইল কেমন দেখাবে আমরা সেটি দেখে নিতে পারি এভাবেঃ
  • ফেসবুক প্রোফাইলে গিয়ে ডানপাশে উপরে Activity Log এর ডানপাশের কগ আইকনে ক্লিক করি।

  • এবার View as এ ক্লিক করলেই দেখা যাবে অন্যদের নিকট নিজের প্রোফাইল কিভাবে প্রদর্শিত হয়। 
ব্যতিক্রমি ও গুরুত্বপূর্ণ সব টিউটোরিয়াল পেতে বিকন ব্লগের পোস্টগুলোতে নিয়মিত লাইক, শেয়ার ও কমেন্ট করুন।
========= ধন্যবাদ =========

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুকের যে ১০টি গুরুত্বপূর্ণ টিপস সম্ভবত আপনার জানা নেই (পর্ব-১)

ফেসবুক। বর্তমান ইন্টারনেট প্রজন্মের আবাল-বৃদ্ধ-বণিতা প্রায় সবার কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত ও পরিচিত একটি নাম।

ব্যবহারকারীর চাহিদা ও রুচির সাথে সঙ্গতি রেখে ফেসবুক ইদানিং প্রায়ই তার সেটিংস এ পরিবর্তন আনছে যার অনেকগুলোই হয়ত আমরা অনেকে জানি না। তেমনই ১০টি গুরুত্বপূর্ণ ও অসাম টিপস আলোচনা করা হবে এই পোস্টে। তবে স্ক্রিনশট ও বর্ণনা একটু বেশি হওয়ায় সবার সুবিধার্থে পোস্টটি মোট তিন পর্বে পাবলিশ হবে, আশা করি সবার জন্য উপকারি হবে পোস্টটি।

১) ফায়ারফক্স এর সাইডবারে ফেসবুক চ্যাট অপশন নিয়ে আসা
ফেসবুকে লগিন করে ব্রাউজারের একটি ট্যাবে ফেসবুকের ওয়েবপেজ খুলে রেখে সচরাচর আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে চ্যাট করি। তবে, ফায়ারফক্স ব্যবহারকারীরা ফেসবুকের অতিরিক্ত কোন ওয়েবপেজ খোলা না রেখেই ব্রাউজারের সাইডবারে চ্যাট অপশন নিয়ে আসতে পারেন। এজন্য,

  • প্রথমে ফেসবুকে লগিন করে ফায়ারফক্স এর নেভিগেশন বার এর Bookmarks থেকে Unsorted Bookmarks এ ক্লিক করুন। এরপর Organize থেকে New Bookmark এ ক্লিক করুন।

  • নতুন পপ-আপ উইন্ডোর Name এর ঘরে Facebook ChatLocation এর ঘরে  http://www.facebook.com/presence/popout.php দিয়ে এবং Load this bookmark in the sidebar বক্সে মার্ক করে Add এ ক্লিক করুন।

  • এবার ফায়ারফক্স এর যেকোনো উইন্ডোতে Cntrl+B ক্লিক করে Unsorted Bookmark এর Facebook Chat এ ক্লিক করে দেখুন মজা!

২) নিরাপদ থাকুন অন্যের বিব্রতকর ছবিতে ট্যাগ হওয়া থেকে
ফেসবুকের কোন ছবিতে ট্যাগ করা বা হওয়ার অর্থ কাউকে বা নিজেকে সংশ্লিষ্ট ছবিতে যুক্ত করা। সাধারনত গ্রুপ ছবি বা কারো সম্পৃক্ততা আছে এমন ছবিতে কাউকে বা নিজেকে জুড়ে দিতেই ফেসবুক এই অপশনটি চালু করেছে। কিন্তু, আজকাল বিব্রতকর ও অসামঞ্জস্য বিভিন্ন ছবিতে ফ্রেন্ডদের যুক্ত করে নিজের কুৎসিত মনের পরিচয় দেন কেউ কেউ। এতে করে যাকে ট্যাগ করা হল ওই বিব্রতকর ছবিতে তার কততুকু মানহানি হল তা শুধু তিনিই ভাল জানবেন, আমার না বললেও হবে। এর থেকে রেহাই পেতে হলে,
  • ফেসবুকে লগিন করে Privacy Settings এ যান।

  • Timeline and Tagging এর অধীনে থাকা Edit Settings এ ক্লিক করে নতুন পপ-আপ উইন্ডোর Review posts friends tag you in before they appear on your timeline এর Off অপশনটিতে ক্লিক করুন।

  • নতুন পপ-আপ উইন্ডোর Timeline Review এর Disable কে Enable করে দিয়ে Back করে Done এ ক্লিক করলেই কাহিনী খতম!


৩) স্ট্যাটাস শেয়ার করুন স্পেসিফিক বা নির্দিষ্ট কোন গ্রুপ এর সাথে
ফেসবুকের প্রাইভেসি সেটিংস এ ডিফল্ট প্রাইভেসি যাদের সাথে দেয়া থাকে শুধুমাত্র তাদের ওয়ালেই পৌঁছে যায় ইউজারের ফেসবুক স্ট্যাটাস। তবে চাইলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ফ্রেন্ড বা গ্রুপ এর সাথে শেয়ার করা সম্ভব এটি। নির্দিষ্ট কিছু ফ্রেন্ড বা গ্রুপ এর এর কাছ থেকে হাইড করে রাখাও সম্ভব এই ফেসবুক স্ট্যাটাস। এটি করার জন্য,
  • প্রোফাইলের What's on your mind এর ঠিক নিচে থাকা প্রাইভেসি আইকনে ক্লিক করে Custom এ ক্লিক করুন।

  • নতুন পপ-আপ উইন্ডোর Make this visible to এর These people or lists এর অপশনটি কিংবা Hide this from এর These people or lists এর অপশনটি প্রয়োজনমত সেট করে দিন। Make this visible এর These people or lists এর অপশনটি Specific people or lists করে দিয়ে নিচে যাকে যাকে ট্যাগ করে দেওয়া হবে শুধুমাত্র তাদের ওয়ালেই পৌঁছে যাবে উক্ত স্ট্যাটাসটি।

  • একইভাবে Hide these from এর These people or lists এ যাদের যাদের ট্যাগ করে দেওয়া হবে শুধুমাত্র তাদের ছাড়া সবার ওয়ালেই পৌঁছে যাবে উক্ত স্ট্যাটাসটি।

আরও দেখুনঃ 

আজ এ পর্যন্তই। বাকি টিপসগুলো পরবর্তী দুটি পর্বে বিভক্ত হয়ে প্রকাশিত হবে ইনশাল্লাহ। 
পোস্ট ভাল লাগলে লাইক ও কমেন্ট করে আপনার ভাললাগা প্রকাশ করুন।

===== ধন্যবাদ =====

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

ফ্রি মোবাইল কনটেন্ট ডাউনলোড এর সেরা ৫ সাইট

ফ্রি মোবাইল কনটেন্ট ডাউনলোড এর সাইট এর সংখ্যা ইন্টারনেটে প্রচুর থাকলেও "দি বেস্ট" এর সংখ্যা কিন্তু খুব বেশি নেই।

আজকের এই পোস্টে আমরা সেরকম ৫টি পপুলার ও বেস্ট সাইট নিয়ে আলোচনা করব যারা বিনামুল্যে মোবাইল রিংটোন, ওয়ালপেপার, ভিডিও, থিম, স্ক্রিনসেভার, অ্যাপস, গেমসসহ চমৎকার সব মোবাইল কনটেন্ট ডাউনলোড এর কোয়ালিটিসম্পন্ন সেবা দিয়ে থাকে।

১) ZEDGE

মাসিক ৪২ মিলিয়নেরও বেশি ইউনিক ইউজার এর বিশাল পরিবার নিয়ে গঠিত Zedge.net বিশ্বের সর্ববৃহৎ মোবাইল কনটেন্ট ডাউনলোডিং সাইট হিসেবে বিবেচিত। অকল্পনীয় ও বিশাল এই মোবাইল প্লাটফর্মে যেকেউ বিনামূল্যে সদস্য হয়ে পারসোনাল মোবাইল কনটেন্ট অন্যদের সাথে শেয়ার করতে পারে, অন্যের শেয়ার করা কনটেন্টগুলো নিজে ব্যবহার করতে পারে। সাইন-আপ না করেও যেকেউ ওদের কনটেন্টগুলো ব্যবহার করতে পারে। জাস্ট সিলেক্ট ইয়োর ডিভাইস এন্ড গো ... ... ...  


২) MOBILE9

১০০,০০০ এরও বেশি রিংটোনসহ মোবাইল থিম, ওয়ালপেপার, স্ক্রিনসেভার, সফটওয়্যার, গেইম, ভিডিও ও লোগো কালেকশনের সুবিশাল ও জনপ্রিয় আরেকটি মোবাইল কনটেন্ট ডাউনলোডিং সাইট এর নাম Mobile9.com। মাত্র ১০ সেকেন্ড অপেক্ষা করেই আপনি এদের এক্সক্লুসিভ কনটেন্টগুলো নিজের পিসি বা মোবাইলে ডাউনলোড করতে পারেন। আর একটি ফ্রি ইমেইল সাইন-আপ আপনাকে ওদের কমিউনিটির একজন মেম্বার বানিয়ে দেবে, আপনি পাবেন ওয়েট করা ছাড়াই কনটেন্টগুলো ডাউনলোড সুবিধাসহ অসাম সব ফিচার।


৩) MELOFANIA

কম্পিউটারে সফটওয়্যার ইন্সটল দিয়ে মোবাইল রিংটোন তৈরিতে যাদের খানিকটা এলার্জি আছে কিংবা যারা ইনস্ট্যান্টলি রিংটোন তৈরির কোন উপায় মনের মধ্যে লালন করে আছেন তাদের জন্য আদর্শ একটি সাইট Melofania.com। এটি ফ্রি, ফাস্ট, সহজ এবং ঝামেলাবিহীন। জাস্ট আপলোড (যে ফাইলটি থেকে রিংটোন তৈরি করবেন) > সিলেক্ট (যে অংশটুকু রিংটোন হিসেবে ব্যবহার করবেন) > ডাউনলোড (সিলেক্টকৃত অংশ পিসিতে ডাউনলোড)।


৪) TONESALL

ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সজ্জিত বিশাল কালেকশনের আধুনিক মোবাইল রিংটোন ডাউনলোডিং সাইট Tonesall.com। এখানকার ভোটিং সিস্টেম নিঃসন্দেহে একটি অসাম ফিচার যার মাধ্যমে একদিকে যেমন শ্রেষ্ঠ ও জনপ্রিয় রিংটোনগুলো সহজেই আপনার পকেটে ঢুকবে অন্যদিকে নিজের আপলোড করা রিংটোনগুলোর ফিডব্যাকও পাবেন এক নিমিষেই।


৫) MOBANGO

সব ধরনের ইউজার জেনারেটেড মোবাইল কনটেন্ট সেলফোন ব্যবহারকারীকে প্রকাশ, কনভার্ট ও শেয়ারের অনুমতি প্রদানকারী প্রথম ইউনিভার্সাল মোবাইল কমিউনিটি হিসেবে Mobango.com এর আছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। হাজারো মোবাইল অ্যাপ্লিকেশনের ইমিডিয়েট অ্যাক্সেস, পাবলিশ, কনভার্ট ও শেয়ার সেলফোন ব্যবহারের মাধ্যমে সম্ভব এখানেই; যা সত্যিই অবাক করার মত।

পোস্ট ভাল লাগলে লাইক দিন। আপনার যেকোনো জিজ্ঞাসা  কমেন্টে বলুন।
======= ধন্যবাদ, কিপ ভিজিটিং বিকন ব্লগ ======= 

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২

কম্পিউটারের মাউজ ও কিবোর্ড ডিজ্যাবল করে রাখতে হলে

ব্লগের একজন সম্মানিত পাঠকের অনুরোধে আজ আমার পোস্টের বিষয় কি করে কম্পিউটারের কিবোর্ডগুলো লক বা ডিজ্যাবল করে রাখা যায়। কম্পিউটার এর কিবোর্ড লক করে রাখার অনেক পদ্ধতি আছে। তবে সফটওয়্যার ব্যবহার করে কি করে এই কাজটি করা যায় তাই আজকে এই পোস্টে আলোচনা করা হবে।


কম্পিউটার কিবোর্ড লক করে রাখার জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে Kid-Key-Lock. এটি ছোট এবং ফ্রি; আর এর ব্যবহারও খুব সহজ।

কার্যপ্রণালীঃ
প্রথমে এই লিঙ্ক থেকে মাত্র ৯৬৬ কিলোবাইটের কিড কি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

Downloads:


এবার ইন্টারনেট কানেকশন অন রেখে সফটওয়্যারটি আপনার পিসিতে ইন্সটল করুন (ইন্সটল হওয়ার সময় ১ মেগাবাইটের মত কিছু এডিশনাল ফাইল ডাউনলোড হতে পারে)।
ইন্সটল হয়ে গেলে টাস্কবারে সময়ের পাশে কিড-কি এর একটি আইকন দেখতে পারবেন। ওখানে সিঙ্গেল ক্লিক করে Lock অপশনে মাউজ পয়েন্টার নিয়ে গেলে কিছু অপশন পাবেন। এবার আপনার প্রয়োজনমত অপশন বেছে নিন (কিবোর্ডের সব কি লক করতে Lock all keys, আর কিবোর্ড নরমালি ব্যবহার করতে Lock no keys বাছাই করুন)।


এটি দিয়ে কম্পিউটারের মাউজকেও লক করে রাখতে পারবেন। যাদের মাউজ কি লক করে রাখার দরকার নেই তারা কিড-কি আইকনে ডাবল ক্লিক করে Mouse Locks এর সবগুলো মার্ক তুলে দিয়ে Ok করুন।


পরবর্তী পোস্ট পেতে পোষ্টে লাইক ও কমেন্ট করুন।
========== ধন্যবাদ ==========